en
বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

একটি প্রতিপক্ষ অপপ্রচার করে দেশকে অস্তিতিশীল করে রাখতে চাইছে : শামীম ওসমান

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ১৭, ২০১৯ ৩:২৯ অপরাহ্ণ
PicsArt 10 17 09.19.29

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলার প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান বলেছেন, ‘সবকিছুই গুজামিল দিয়ে চলছে। অঘাট ঘাট হচ্ছে। একটি প্রতিপক্ষ অপপ্রচার করে দেশকে অস্তিতিশীল করে রাখতে চাইছে। এদের সাথে অনেক রাজনীতিবীদ, বাম নেতারা জড়িত। চক্রান্ত চলছে। দেশি-বিদেশী শক্তি একত্রে এই চক্রান্তে সামিল হয়েছে। দেশকে আফগানিস্তানে পরিণত করার চেষ্টা চলছে। এরা একটা বুলেট টার্গেট করেছে। টার্গেট শেখ হাসিনা। ওনার (শেখ হাসিনা) দোষ কি? দোষ একটাই, ওনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর ) দুপুরে সরকারি তোলারাম কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘একটি শিক্ষার্থী খুন হয়েছে। অনেকেই এর জন্য ছাত্রলীগকে দায়ী করছেন। কেউ কেউ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। কিন্তা আদালত কাউকে না বলা পর্যন্ত আমি সেটা বলবো না। আমার প্রশ্ন হচ্ছে, গত ৩০ বছরে তো অনেক ছাত্রই খুন হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে হয়েছে। নারায়ণগঞ্জেও হয়েছে, তোলারাম কলেজে। কোন হত্যার কি বিচার হয়েছে? হয়নি, কারণ তখন শেখ হাসিনার সরকার ছিলো না। অথচ আবরার হত্যার এজাহারের পূর্বেই ১০ জনকে গ্রেফতার করা হলো। শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন, আবরার হত্যার সাথে যারাই জড়িত থাকুক, সবাইকেই শাস্তি দিতে হবে। এরপরেও এতো আন্দোলন কেন?’

তিনি আরো বলেন, ‘অনেকেই পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে লেখালেখি করে। সবাই করে না, দু-একটা পত্রিকায় লেখে। পত্রিকায় ব্ল্যাকমেলিং করে তারা জনপ্রিয় হতে চ্য়া। এটাকে হলুদ সাংবাদিকতা বলে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি দখল হয়ে চিপা হয়ে যা”েছ। এসব নিয়ে কেউ কোন কথা বলে না। কথা হয় কার বউ কার সাথে চলে গেলো তা নিয়ে।’

নিজের রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে বলতে গিয়ে শামীম ওসমান বলেন, ‘আগামীকে আর নির্বাচন করবো না এটা ৯৯ ভাগ সত্যি। কিš‘ নারায়ণগঞ্জের মানুষের জন্য কিছু একটা করতে চাই। নেত্রী (শেখ হাসিনা) আমাকে প্রশ্ন করেছিলেন, তোর লক্ষ্য কি? আমি বলেছি আমার লক্ষ্য একটাই, যেনো মরার পর মানুষ আমার জন্য দু-ফোটা চোখের জল ফেলে। আমি বহুরুপী রাজনীতি করি না। দিনে এক কথা আর রাতে আরেক কথা। ধান্দা করতে রাজনীতিতে আসি নাই। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি প্রশস্ত করে যোগাযোগ ব্যব¯’ার উন্নতি করতে চাই। নারায়ণগঞ্জে একটি উন্নতমানের বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। যাতে এখান থেকেই আগামীতে মেধাবী প্রজন্ম গড়ে উঠতে পারে।’

সরকারি তোলারাম কলেজ অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’র সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি । আরোও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, তোলারাম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর নাজমুল হুদা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরীন বেগম, মহানগরের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান , সাধারণ সম্পাদক রাফেল প্রধান প্রমুখ ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত