en
বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ৩রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

ইসদাইর একতা দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে ভ্যানগাড়ি ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
এপ্রিল ২৭, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ
PicsArt 04 27 02.57.31

নারায়ণগঞ্জের কন্ঠ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ইসদাইর একতা দুঃস্থ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিনের উদ্যোগে অসহায় হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও অসহায় দুটি পরিবারকে জীবিকা নির্বাহের জন্য দুটি ভ্যানগাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।

বুধবার ( ২৭ এপ্রিল ) দুপুর ২টায় পূর্ব ইসদাইর জনতা টেক্সটাইল মিলসের সামনে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ইসদাইর একতা দুঃস্থ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই অসহায় হতদরিদ্রের পাশে এসে দাঁড়িয়েছি। দীর্ঘ বার বছর যাবৎ প্রতি রমজানে মাসে অসহায় হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। ইনশাল্লাহ আমি যত জীবন বেঁচে থাকবো এই সেবা অব্যাহত থাকবে। আমি চাই আমার মতো সকলেই যার যার সাধ্য মত এই অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াক এবং সাহায্যের হাত বাড়িয়ে দেক।

এ সময়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মিছির আলী মেম্বার, সহ-সভাপতি আঃ মালেক, প্রধান ফিলিং স্টেশনের পরিচালক হাজী মিজান প্রধান, প্রবাসী বন্ধু কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. রিপন ফকির, শিল্পপতি হাজী সেলিম রেজা, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, হায়দার আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জাফর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী গনি মোল্লা, গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল ইসলাম মিশুয়েল, ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জামান বুলবুলি, বিশিষ্ট সমাজ সেবক আনছারুল ইসলাম, আনোয়ার হোসেন, শরিফ মাহমুদ, গাজী মুসা, হাজী জাকির হোসেন প্রমুখ।

সর্বশেষ - লিড