স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবগঠিত আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক , সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের নিয়ে মিলাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) সকালে আড়াইহাজার উপজেলা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
সভায় আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন সকল ইউনিয়নের কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে প্রত্যকটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘ যাবৎ যারা বিএনপির আন্দোলন সংগ্রামে রাজপথে করতে গিয়ে হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়েছেন সেইসব রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা করা হবে। এবং গত বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ একটি আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মতবিনিময় সভায়। এবং অবিলম্বে সকল বানোয়াট ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাও দাবি জানান বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
সভা শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও কারামুক্তি কামনা করে দোয়া করা হয়।
আড়াইহাজার উপজেলা বিএনপি আহ্বায়ক ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক এড. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফৌজিয়া ইয়াসমিন পপি, যুগ্ম আহ্বায়ক সফি উদ্দিন শফু, যুগ্ম আহ্বায়ক আতাউর মেম্বার, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু প্রমুখ।