নারায়ণগঞ্জের কন্ঠ:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৪ নভেম্বর) একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ের কারণে পল্টন রোড বন্ধ থাকায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে নেতাকর্মীদের।
পুলিশ ধাওয়া দিলে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় তারা পুলিশ ভ্যানে আগুন ও গাড়ি ভাঙচুর করে।
জবাবে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গত ১১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় বিএনপি। পরের দিন ১২ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি। দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করতে হাজারো নেতাকর্মী ভিড় জমাতে থাকেন পল্টন এলাকায়। এতে যানচলা বিঘ্ন ঘটে। যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিলে এ সংঘর্ষ বাধে।