নারায়ণগঞ্জের কন্ঠ:
বন্দরের মদনগঞ্জ ফরাজীকান্দা মেইনরোডে সিটি কর্পোরেশনের টোলের নামে চাঁদাবাজি রুখতে নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার বরাবর স্মারকলিপি প্রধান করেন বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন বন্দর থানা কমিটি নেতৃবৃন্দরা ।
বুধবার ( ১৩ ফেব্রুয়ারি ) সকালে সংগঠনটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ।
স্মারকলিপিতে উল্লেখ্য করে বলেন, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের বন্দর শাখার নেতৃবৃন্দ র্দীঘদিন যাবৎ দেখে আসছি বন্দর থানা এলাকার একদল লোক নাজিম উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাম দিয়ে মদনগঞ্জের ফরাজীকান্দা এলাকায় মেইন রোডে বাস- ট্রাক অটোসহ সকল প্রকার যানবাহন থামিয়ে শ্রমিকেদের জোর ও চাপ সৃষ্টি করে আদায় করছে । আর চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে গারমন্দ ও মারধর করে । যানবাহন থেকে প্রতিদিন ১০০/ ২০০ টাকা করে চাঁদা আদায় করছে। এতে করে চালকদের মাঝে চরম উত্তেজমা ও অসন্তোষ বিরাজ করছে । এই অসন্তোষের কারণে যে কোন সময় শ্রমিক আন্দোলন সৃষ্টি হইতে পারে । তাই সড়ক পথে যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা অনুরোধ জানাচ্ছি ।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন বন্দর থানা কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর আলম বেপাড়ী, সভাপতি আসাদুজ্জামান খোকন, সাধারন সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, কার্যকরি সদস্য রাসেল ইসলাম, মোঃ জুয়েল, মোঃ হোসেন বাবু, রোমান, মিঠু প্রমুখ ।