en
রবিবার , ২৭ মার্চ ২০২২ | ২৪শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

মহাতীর্থ লাঙ্গলবন্দে নিহত পূণ্যার্থীর স্মরণে বিশেষ প্রার্থনা, প্রদীপ প্রজ্জলন ও স্মরণ সভা

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মার্চ ২৭, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
PicsArt 03 27 11.44.12

নারায়ণগঞ্জের কন্ঠ: মহাতীর্থ লাঙ্গলবন্দ ২০১৫ সালে ১০জন পূণ্যার্থী পদধলিত হয়ে নিহতের স্মরণে বি‌শেষ প্রার্থনা, প্রদীপ প্রজ্জলন ও স্মরণ সভায় আ‌য়োজন করা‌ হ‌য়ে‌ছে।

রোববার ( ২৭ মার্চ ) বিকেলে লাঙ্গলবন্দ রাজঘাট প্রাঙ্গণে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে মহাতীর্থ লাঙ্গলবন্দ ২০১৫ সালে ১০জন পূণ্যার্থীর স্মরণে বি‌শেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, বিশেষ অতিথি বাংলা‌দেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক ডাঃ এম কে মৃত্যুঞ্জয় রায়, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়ণগঞ্জ জেলা যুব সংহ‌তি সভাপ‌তি রিপন ভাওয়াল ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, পূজা প‌রিষ‌দ নেতা তপন ঘোষ, সুশীল দাস, হিমাদ্রি সাহা হিমু, রিপন দাস, মা‌নিক রাম কানু, গৌতম দাস, রিপন রুদ্র, দিলীপ দাস, কৃষ্ণ আচার্য, বিক্রম দাস, অ‌ভিরাজ সেন সজল, স্বপন সাহা, বাদল দাস, সু‌খেন দাস, মাধব সাহা, শংকর সাহা, শারদাঞ্জলী ফোরাম জেলা সাধারণ সম্পাদক উৎপল কুমার সাহা, বন্দর সভাপ‌তি হ‌রি সাহা, কা‌র্তিক সুত্রধর প্রমুখ।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত