নারায়ণগঞ্জের কন্ঠ:
সারা দেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘গত চার বছর ধরে দেশে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হচ্ছে না। মুক্তিযোদ্ধা কমান্ডাররা প্রাক্তন কমান্ডার হিসেবে আছেন। মুক্তিযোদ্ধাদের হাতে কোন ক্ষমতা নেই। জেলাগুলোতে মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করছেন সরকারি আমলারা। যেটি মুক্তিযাদ্ধাদের জন্য অত্যন্ত অপমানজনক ব্যাপার।’
বুধবার ( ২৭ মার্চ ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
মন্ত্রী বলেন, দেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেগুলোতে দীর্ঘদিন ধরে তালা দেয়া রয়েছে। এর চাবি থাকে সরকারের লোকজনের হাতে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধা সংসদ আমরাই করেছি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি থাকবে আমাদের কাছে। কেন আমাদের কাছে সেই চাবি নেই?
তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে কথা বলেছি। তিঁনি (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি মুক্তিযোদ্ধাদের হাতে ফিরিয়ে দেয়াসহ খুব শীঘ্রই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা আসন-২২ এর সাংসদ ফজিলাতুন নেসা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ প্রমূখ।