নারায়ণগঞ্জের কন্ঠ: অবশেষে তৃণমূল নেতাকর্মীদের দাবি ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে না’গঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং সরকারি তোলারাম কলেজের সাবেক নির্বাচিত ভিপি মাশুকুল ইসলাম রাজিবকে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণার ২১ দিনের মাথায় কমিটিতে সংযুক্ত করা হয়েছে মাসুকুল ইসলাম রাজিবকে। রাজীবকে না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা অবশেষে স্বস্তিতে তৃনমুল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
জানা যায়, নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রতিবাদী কন্ঠস্বর হলেন মাসুকুল ইসলাম রাজিব। রাজিব কখনো অন্যের সাথে আপোষ করেননি। যারা দলের সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল রাজিব। তাই জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে রাজীবকে করা হয়নি বলে দাবি তুলে তৃনমুল বিএনপির নেতাকর্মীরা । রাজীব কমিটিতে না আসা বিষয়টি মেনে নিতে পারেনি তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। রাজীবকে কমিটিতে না রাখায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকায় আলোচনা-সমালোচনা ঝড় বইয়ে ছিল। রাজীবের এ বিষয়টি মেনে নিতে পারেনি তৃনমূল বিএনপির নেতাকর্মীরা। যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কঠিনভাবে প্রতিবাদ করেছিলেন। অবশেষে তৃণমূল নেতাকর্মীদের দাবি ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে রাজীবকে অন্তর্ভুক্ত করা হয়। রাজীবকে বিএনপি’র আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা স্বস্তিতে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
বর্তমান আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য পদে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে কমিটির সদস্য সংখ্যা দাড়িয়েছে ৪২। মাশুকুল ইসলাম রাজিব বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, গত ২২ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকার বলেন, যারা যোগ্য তারাই কমিটিতে থাকবেন। কোনো সময় কিছু কিছু নেতা অনিচ্ছাকৃতভাবেই বাদ পড়ে যায়। পরে আবার তাদের সংযুক্ত করা নেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিনেই জেলা বিএনপির ৪১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্যসচিব করা হয়।