en
রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ২৫শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

এক মঞ্চে নারায়ণগঞ্জের চার সাংসদ ও মেয়র

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
PicsArt 02 14 11.25.23

নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের মধ্যে আকার ইঙ্গিতে কিংবা প্রকাশ্যে বাকযুদ্ধ চলার ঘটনা সারা বছরই নারায়ণগঞ্জে থাকে আলোচনায়। একজন আরেকজনকে উন্নয়নের স্বার্থে এক টেবিলে বসার আহ্বান জানানো হয় নিয়মিত। কিন্তু একই মঞ্চে ওঠা হয়না। তবে এবার নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা আইভী সহ জেলার ৫জন এমপির মধ্যে ৪জন এমপিই উপস্থিত হলেন একই মঞ্চে।

জানাগেছে, নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কিমস কেয়ার) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড এর আয়োজনে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, এসপি জায়েদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা প্রমুখ।

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর অধীনে নারায়ণগঞ্জে ৩ লাখ ৪৬ হাজার ২৪২ বর্গফুট নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত হবে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ-কিমস কেয়ার।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত