নারায়ণগঞ্জের কন্ঠ:
আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্য বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যাণেল ঘোষনা করা হয়েছে। এড. সরকার হুমায়ুন কবীরকে সভাপতি ও এড. আবুল কালাম আজাদ জাকিরকে সাধারণ সম্পাদক করে ১৬ জনের প্যাণেল ঘোষনা করা হয়। একজন কার্যকরী সদস্য পদের প্রার্থী শুক্রবার ঘোষনা করা হবে। বৃহস্পতিবার (১০ জানুয়ারী) নারায়ণগঞ্জ বিএনপি’র সিনিয়র আইনজীবীরা এ প্যাণেল ঠিক করেন।
বিএনপি প্যানেলের বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে এড. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি এড. গিয়াস উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক এড. শাহীদুর ইসলাম টিটু, কোষাধ্যক্ষ পদে এড. নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ণ সম্পাদক এড. জাহিদুল ইসলাম মুক্তা, লাইব্রেরী সম্পাদক শারমীন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে শেখ আনজুম আহম্মেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক পদে আছমা হেলেন বিথি, আইন ও মানবাধীকার সম্পাদক এড. রোকনউদ্দিন, কার্যকরী সদস্য পদে এড. আহসান হাবিব ভূইয়া, এড. সারোয়ার জাহান, এড. আমিনুল ইসলাম ও এড. নাছরিন আক্তার।
এ সময় সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর বলেন, এক চরম দুর্যোগকালীণ সময়ে আমরা এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমাদের নির্বাচনের সকল পথ রুদ্ধ করে দেয়া হচ্ছে, পদে পদে বাঁধার সৃষ্টি করা হচ্ছে। কিন্তু যত বাঁধা বিপত্তিই আসুক না কেন বিনা যুদ্ধে কাউকে জয়ী হতে দেবো না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারে তাহলে আমরা পূর্ণ প্যাণেলে জয়ী হবো ইনশায়াল্লাহ।