সংবাদ বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগের দালাল বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও আবুল কাউসার আশার নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
সেই সাথে দালাল মুকুল- আশাকে গ্ৰেপ্তারের দাবি জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
সোমবার এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয় – বন্দরের কিছু দালাল যারা অতীত বিএনপির নাম বিক্রি করেছে। তাঁরা ওসমান পরিবারের দালালি করেছে বলে দল তাদেরকে বহিষ্কার করেছিল । সেই দালালরা আজকে রাজপথের ত্যাগী নেতা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল। তাকে হত্যা করার জন্যেই আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী সৌরভ, মোস্তাক ও রাজিবসহ একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে।
তাঁরা আরও বলেন, আতাউর রহমান মুকুলের কৃতকর্মের জন্য দল তাকে বহিষ্কার করেছিল। আর আবুল কাউসার আশাও বিগত আন্দোলন সংগ্রামে দলের কোনো কর্মসূচি পালন করেছি এবং স্থানীয় এমপি সেলিম ওসমানের দালালি করেছিল। এখন মুকুল ও আশা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি ও টেন্ডারবাজি, দখলদারিত্ব করে মানুষকে মারধর করছে। তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। মুকুল ও আশাকে অবিলম্বে গ্রেফর করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।