en
বুধবার , ২২ মে ২০১৯ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

দলমত নির্বিশেষে আইনজীবীদেরকে এক প্লাটফরমে আসতে হবে : শামীম ওসমান

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মে ২২, ২০১৯ ৫:০৪ অপরাহ্ণ
PicsArt 05 22 11.01.10

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, গত বছরের ধারাবাহিকতায় এবারো নারায়ণগঞ্জে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ঈদ জামাত আয়োজন করা হবে। সৌদি আরবের মদিনা শরীফের আদলে এবারের ঈদ জামাত আয়োজন করা হবে যাতে করে মানুষ নামাজ আদায় করে অন্যরকম একটা শান্তি অনুভব করে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বুধবার (২২ মে) শহরের বাঁধন কমিউিনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংসদ শামীম ওসমান আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কলমের জোর দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেসব বিচারকদের আমি সব সময় সম্মান করে থাকি এবং তাদের কাছ থেকে দুরে থাকার চেষ্টা করি কারন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইনা। ১০০ ভাগ ন্যায় বিচারের মালিক আল্লাহ। তবে দেশের বিচার ব্যবস্থায় যাতে কোন নিরপরাধ মানুষ হয়রানীর শিকার না হয় এবং মানুষ যাতে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে বিচারক এবং আইনজীবীদের লক্ষ্য রাখতে হবে। সেই সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকল আইনজীবীদেরকে এক প্লাটফরমে আসতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, জেলা প্রশাসক রাব্বী মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের, সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো: বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনজীবী সমিতির সদস্যগন।

এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - রাজনীতি