নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পুত্র তরুণ প্রজন্মের অহংকার ঐতিহ্যবাহী ওসমান পরিবারের যােগ্য উত্তরসূরী একেএম অয়ন ওসমান ও তার পরিবারের সকলের রােগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন আরাফাত খাঁন শান্ত ও শুভ।
গতকাল বাদ এশা তারাবীহ নামাজ শেষে ভূইয়ার বাগ বায়তুল নূর জামে মসজিদ এবং দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর বাগে জান্নাত জামে মসজিদ এ একেএম অয়ন ওসমানের রােগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন আরাফাত খাঁন শান্ত ও শুভ পক্ষ থেকে।
মিলাদ ও দোয়ার আগে আরাফাত খাঁন শান্ত ও শুভ বলেন অয়ন ওসমান নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবারের যােগ্য উত্তরসূরী হিসেবে সব শ্রেনীর নেতাকর্মীর মনে জায়গা করে নিয়েছেন। তার মাধ্যমেই নারায়গঞ্জের আপামর জনগণ আগামী দিনের যােগ্য নেতৃত্বের উজ্জল সম্ভাবনা দেখছেন। মহান রাব্দুল আল আমিন
এর নিকট আমার প্রার্থনা অয়ন ওসমান ও তার
পরিবারের সকল সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন। তারা যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে জনগণের সেবায় নিজেদের নিয়ােজিত করতে পারেন।