নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃত্বাধীন (জুয়েল-মহসীন) প্যানেলের নিরঙ্কুশ বিজয় লাভ । একটি মাত্র সদস্য পদ ছাড়া বাকী সবগুলো পদেই বিজয়ী হয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের। আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন, সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ সভাপতি এড. আলী আহমদ ভূইয়া, সহ সভাপতি এড. বিদ্যুত কুমার সাহা, সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এড. আ: রউফ মোল্লা, আপ্যায়ণ সম্পাদক এড. মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক এড. সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক এড. মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক এড. রাশেদ ভূইয়া, আইন ও মানবাধীকার সম্পাদক এড. স্বপন ভূইয়া, কার্যকরী সদস্য এড. নুসরাত জাহান তানিয়া, মো: মশিউর রহমান, এড. আ: মান্নান ও এড. হাসিবুল হাসান রনি।
বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কার্যকরী সদস্য পদে এড. আহসান হাবিব ভূইয়া এক মাত্র সদস্য জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার ( ২৪ জানুয়ারী ) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয় । পরে গণনা শেষে রাতে সোয়া বারোটার দিকে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন ।
আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৯২৬ জন । এর মধ্যে ৯১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।