en
বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ৩রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী পূর্ণ প্যানেলের বিজয়

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
জানুয়ারি ৩০, ২০২০ ৪:০৬ পূর্বাহ্ণ
PicsArt 01 30 09.56.22

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২০-২১ নির্বাচনে নিয়ম রক্ষার ভোট গ্রহণে জয়লাভ করেছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল এড.মুহাম্মদ মহসীন মিয়া-এড. মাহাবুবর রহমান প্যানেল। নির্বাচনের আগের দিন বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বয়কট করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে মহসীন- মাহাবুব প্যানেল।

বুধবার(২৯ জানুয়ারি) আদালতপাড়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল ৯ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৯২২ জন ভোটারের মধ্যে ৬৩২ টি ভোট কাস্ট হয়।


ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. আখতার হোসেন। ফলাফলে ৬২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মোহসীন মিয়া অন্যদিকে পদে৫টি ভোট পেয়েছেন এড. সরকার হুমায়ূন কবির। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ মনোনীত প্যানেলের এড. মাহবুবুর রহমান পেয়েছেন ৫৯৪ ভোট এবং বিএনপিপন্থী প্যানেলের এড. আবুল কালাম আজাদ জাকির ২৩টি ভোট পেয়েছে।

এছাড়া আওয়ামী লীগের প্যানেল থেকে-৫৯৫ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা , ৫৯৪ ভোট পেয়ে সহসভাপতি পদে এড. তাজুল ইসলাম , ৫৮৪ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. বরুণ চন্দ্র দে , ৫৮৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে এড. মনিরুজ্জামান কাজল, ৫৪৪ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক পদে এড. আবুল বাসার রুবেল , ৫৮৭ ভোট পেয়ে লাইব্রেরিয়ান পদে এড. মাহমুদুল হক মমিন, ৫৮৪ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, ৫৯৪ ভোট পেয়ে সাহিত্য সম্পাদক পদে এড. ফাহমিদা আক্তার সিমি , ৫৭৩ ভোট পেয়ে সমাজসেবা সম্পাদক পদে এড. হাছিব উল হাছান রনি এবং ৫৯১ ভোট পেয়ে আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া নির্বাচিত হন । এছাড়া সদস্য পদে নির্বাচিত হন . মো. আসাদুল্লাহ সাগর ৫৪৪টি ভোট , এড. আজিম ভূঁইয়া ৫৫৩টি ভোট, এড. দেলোয়ার হোসেন ৫৬২ টি ভোট, এড. কামরুল হাসান ৫৪৯ টি ভোট, এড. কামরুন নেছা সুবর্না ৫৬২টি ভোট।

সর্বশেষ - লিড