নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৭টি পথেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. মুহাম্মদ মোহসীন মিয়া – এড. মাহবুবুর রহমান প্যানেল।
বিজয়ীরা হলেন, সভাপতি পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য পদে এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া।
এছাড়াও এই প্যানেলে কার্যকরী সদস্য হিসেবে- এড. সিরাজুল হক মিলন, এড. শরিফুল ইসলাম, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বাকি চার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এড. আশরাফ হোসেন, এড. মেরিনা বেগম, এড. আব্দুর রহিম এবং এড. সুখচাঁদ সরকার। আপিল বোর্ডে রয়েছেন, এড.এমদাদুল হক তারাজ উদ্দিন, এড.হুমায়ুন কবির আহমেদ এবং এড.বুলবুল আহমেদ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়। মোট ভোটার ১০২১ । ভোট কাস্ট হয়েছে ১০০৪ টি।