নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জ জেলা আইনবীজী সমিতি কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই নির্বাচন নির্বাচনকে ঘিরে জুয়েল-রনি চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচারনা এগিয়ে চলেছে।
রবিবার (৯ জানুয়ারি) দুপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীগণ আদালত চত্তরে ভেতরে তাদের এ নির্বাচনী প্রচার-প্রচানা করেন।
নির্বাচনী প্রচার-প্রচানা শেষে বক্তারা বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা বার ভবনের এত উন্নয়ন দেখতে পাচ্ছি এর পিছনে সবচাইতে বেশী ভূমিকা রয়েছে জুয়েল ও মহসিনের। তাদের হাত ধরেই আজ আমাদের এ ডিজিটাল বার ভবন নির্মিত হয়েছে। ভবিষ্যতেও আরো বেশী উন্নয়ণ হবে। এ ভবন নির্মানের পিছনে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের অবদান অনস্বীকার্য। কিন্তু অনেকে বলে এটা নাকি মুলা ঝুলানোর মত। যদি মুলাই হতো তাহলে কি এ উন্নয়নের সুফল ভোগ করতে পারতেন। এর সুফল আজ নারায়ণগঞ্জ বারের সকল আইনজীবীগণ ভোগ করছে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করছেন, এড. সামসুল ইসলাম ভূইয়া, সহকারী নির্বাচন কমিশনার হলেন, এড. আব্দুর রহিম, জিপি এড. মেরিনা বেগম, এড. আশরাফ হোসেন, এড. শুকচাঁদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. আব্দুর রশিদ ভূইয়া, সিনিয়র আইনজীবী মাসুদুর রউফ, এড. বুলবুল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জুয়েল-রনি প্যানেলের সভাপতি পদ প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদ প্রার্থী এড. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এড. সুবাস বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এড. আবুল বাশার রুবেল, আপ্যায়ণ সম্পাদক এড. মোঃ স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক এড. মোঃ রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান, কার্যকরী সদস্য- এড. এরশাদুজ্জামান ইমন, এড. হালিমা আক্তার, এড. হোসেন আহম্মদ, এড. মেরাজ সরকার, এড. অঞ্জন দাস।