ডেস্ক রিপোর্ট:
আগামী ২৫ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। মনোনয়নে অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্ক এড়াতে কক্সবাজারের সাংসদ বদি ও টাঙ্গাইলের রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (২০ নভেম্বর ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি দু’টো সিটের কথা বলতে পারি, একটা হচ্ছে কক্সাবাজার। সেটা উখিয়া-টেকনাফ। আমাদের আব্দুর রহমান বদি, সেখানে আমরা তাকে ড্রপ করে তার স্ত্রীকে দিচ্ছি। এটা আমি আগেভাগে বলছি, যদিও এখনও ঘোষণা করিনি।
তিনি বলেন, আর একটা হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলে। একটা মার্ডারের অভিযোগে আমাদের এমপি কারাগারে। দেখুন আপনাদের একটা সত্য কথা বলছি। সার্ভে রিপোর্টে টাঙ্গাইলের ঘাটাইলে অনেক বেশি ব্যবধান এবং কক্সবাজারে অনেক বেশি ব্যবধান। তারা এগিয়ে আছেন, তারপরও আমরা তাদের দিইনি।
ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হয়েছে। ঘরের সব কী অপরাধী? আপনি অপরাধী হলে আপনার মা-বাবা কে তার ভাগীদার? পরিবারের সবাই কী খারাপ লোক? বদির সম্পর্কে যে বিতর্ক আছে সে কী প্রমাণিত? আপনারা কেউ কী সেটা প্রমাণ করতে পেরেছেন?
ওবায়দুল কাদের আরও বলেন, সময়টা খুব সংবেদনশীল। রাজনৈতিক বিষয়ে আপনাদের সাথে আমার ভিন্নমত থাকতে পারে। কিন্তু তাই বলে কারও বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করবেন না। বক্তব্য বিকৃত করবেন না।