ডেস্ক রিপোর্ট: আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের ৯৩ ভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে, তবে ২১ সালের মধ্যে তা শতভাগ করবো।
শনিবার (৬ অক্টোবর) গণভবনে লায়ন ও লিও মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে আমাদের বিদ্যুৎ ছিল ৩ হাজার মেগাওয়াট, সেখানে আমরা ২০ হাজার মেগাওয়াটে পৌঁছে গিয়েছি।’
তিনি বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে ব্যাপক উন্নতি করেছি। এলজিইডি’র হিসেবে ১ লাখ ২২ হাজারের মত রাস্তা করেছি। এয়ারপোর্টগুলোকে আরও আধুনিক করেছি। সিলেট, কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের করেছি।’
তিনি আরও বলেন, ‘মাথাপিছু আয়ে পরিবর্তন এসেছে। জঙ্গিবাদ, সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। মেট্রোরেলের কাজ প্রায় শেষ। আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আজকের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। ইতোমধ্যে স্যাটেলাইট উৎক্ষেপন করতে সক্ষমে হয়েছি।’
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে ১১ লাখ শরণার্থী এসেছেন। মিয়ানমারের সাথে ঝগড়া করিনি, তাদের সাথে আলোচনা করেছি। তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবেন কথা দিয়েছেন। তবে এই সময়ের মধ্যে আমরা তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করছি।’
পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে প্রথমে দুর্নীতির কথা উঠেছিল। পরবর্তীতে আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করি। তারা পদ্মা সেতুতে দুর্নীতি প্রমাণ করতে পারেনি।’