সংবাদ বিজ্ঞপ্তি: সোনারগাঁ থানায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ১১৩জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্ৰেফতার নেতাকর্মীদের নিংশর্ত মুক্তির দাবি জানান ।
এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের উপর পুলিশের অর্তকিত লাঠিচার্জ টিয়ারশেল ও গুলিবর্ষণ করে নেতাকর্মীদের আহত করে এখন উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মহানগর যুবদলের পক্ষ থেকে এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্ৰেফতার নেতাকর্মীদের নিংশর্ত মুক্তির দাবি করছি।
প্রসঙ্গত- গত শনিবার সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে । পরে রবিবার মধ্যরাতে সোনারগাঁ থানার উপ- পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নং ৩১(৮)২৩।
মামলায় বিএনপির ১১৩জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।