নারায়ণগঞ্জের কন্ঠ: আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা ভাংচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে।
রোববার ( ৩০ মে ) দুপুরে সাতগ্ৰাম ইউনিয়নের টেকপাড়া গ্ৰামে স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা । এসময়ে রানা করা খাবারের ডেক ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও দুপুরে গোপালদী কলাগাছিয়া এলাকায় এড. কামাল হোসেনের বাড়িতে বাড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা । হামলায় বেশ কয়েক আহত হয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ – ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেন, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু’র নির্দেশেই জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে দুটি জায়গায় হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু তাই না আমি যে কোনো কর্মসূচি পালন করতে না পারি তার জন্য রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি । বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আধুনিক বাংলাদেশের রূপকার । তার মতো একজন মহান ব্যক্তির শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে হামলা ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করা সত্যিই দুঃখজনক । আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসকল হামলা ভাংচুর চালিয়ে শহীদ জিয়াউর রহমানের নাম নেতাকর্মীদের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। শহীদ জিয়াউর রহমানের নাম এদেশের প্রতিটি হৃদয়ে রয়েছে।