en
মঙ্গলবার , ২৩ অক্টোবর ২০১৮ | ২৭শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

আড়াইহাজারে নিহত ৪ যুবকের বাড়ি পাবনায়

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ২৩, ২০১৮ ৩:৪২ অপরাহ্ণ
PicsArt 10 23 09.36.13

নারায়ণগঞ্জের কন্ঠ:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গত রোববার সকালে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ চার যুবকের পরিচয় মিলেছে। তাদের সবার বাড়ি পাবনায়। নিহতের পরিবার-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রামের মধ্যপাড়ার খাইরুল সরদারের ছেলে সবুজ সরদার (৩২), রতন সরদারের ছেলে লিটন সরদার (৩২), লোকমান সরদারের ছেলে জহুরুল সরদার (৩০) ও মৃত সোলাইমান খন্দকারের ছেলে ফারুক খন্দকার (৩৮)।

সোমবার নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মরদেহ দেখে শনাক্ত করেন স্বজনরা। স্বজনদের দাবি, গত শুক্রবার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে পাবনা পুলিশের দাবি, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। পুলিশ ওই এলাকায় যায়নি।

খায়রুল সরদার জানান, নিহত সবুজ তার বড় ছেলে। সবুজের স্ত্রী ও জিসান নামের সাত মাসের একটি ছেলে রয়েছে। তিনি গ্রামের বাড়িতে বেকারিতে কারিগর হিসেবে কাজ করতেন। অভাবের তাড়নায় পরিবারের ঋণের (কিস্তি) টাকা পরিশোধ করার উদ্দেশ্যে গত সোমবার ঢাকায় যান। এর পরদিন থেকেই সবুজের মোবাইলফোন বন্ধ থাকলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে, ফারুক হোসেন নারায়ণগঞ্জে বাসচালক ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তবে স্বজনদের দাবি, তারা কেউই রাজনীতির সঙ্গে জড়িত না। কাজের সন্ধানে সবুজ, জহুরুল ও লিটন ঢাকায় যাওয়ার পর নিখোঁজ ছিলেন।

ফারুক হোসেনের মেয়ে ফাহিমা খাতুন বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার বাবা নারায়ণগঞ্জে বাস করছিলেন। সেখানে তিনি “গ্লোরি এক্সপ্রেস” নামের একটি বাস চালাচ্ছিলেন। গত শুক্রবার থেকে আমার বাবার সাথে যোগাযোগ ছিল না। শনিবার জানতে পারলাম, নারায়ণগঞ্জের গাউসিয়া বাসভবন থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে আমার বাবাকে তুলে নিয়ে গেছে।’

কান্নাজড়িত কণ্ঠে ফাহিমা বলেন, ‘রোববার জানতে পারি যে, আড়াইহাজারে চারটি মরদেহ পাওয়া গেছে, তাদের মধ্যে একজন আমার বাবা। আমার বাবা তো কোনো দোষ করেনি, তবে কেন তাকে মেরে ফেলা হলো।’

ছেলে সবুজ সরদারের জন্য আহাজারি করছিলেন মা আম্বিয়া খাতুন। তিনি বলেন, ‘লিটন, সবুজ ও জহুরুল চাচাতো ভাই। তারা তিনজন পাবনার আজাদ বেকারিতে কাজ করত। তারা গত সোমবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জে ফারুকের বাসায় যান। শুক্রবার হঠাৎ আমরা জানতে পারলাম তাদের কে বা কারা তুলে নিয়ে গেছে।

এই সংবাদ পাওয়ার পর পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় অবস্থিত আজাদ বেকারি পরিদর্শন করে জানা যায়, কয়েক বছর আগে বেকারিটি বন্ধ হয়ে গেছে।

জহুরুলের স্ত্রী সুবর্ণা বেগম বলেন, ‘আমার স্বামী শুক্রবার বিকেলে বলেছিল, বিকাশের মাধ্যমে টাকা পাঠাবে। বাড়িতে আসার কথাও বলেছিল। কিন্তু ওই দিন রাত থেকে আমার স্বামীর সাথে আর যোগাযোগ করতে পারিনি।’

লিটন হোসেনের মা শেফালী বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে কোথায় আছে সে সম্পর্কে আমি কিছু জানতাম না।’

এদিকে গ্রামের বাসিন্দাদের দাবি, ওই চারজন গ্রামে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। কিন্তু কেন তারা মারা গেল সে সম্পর্কে গ্রামবাসী কেউ কিছু বুঝতে পারছে না।

ধর্মগ্রামের বাসিন্দা মো. মাসুম হোসেন বলেন, ‘তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান। কষ্টের মধ্যে দিনাতিপাত করত। আমরা জানি না, তারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল কি না।’

এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ‘আমাদের থানায় পরিবার থেকে তাদের বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে তাদের পূর্ববর্তী রেকর্ড ভালো নয়।’

ওসি বলেন, ‘আমরা জানি যে, তারা গ্রামে নিয়মিত থাকত না। এদের মধ্যে ফারুক দীর্ঘদিন ধরে গ্রামে অনুপস্থিত ছিলেন এবং অপর তিনজন প্রায়ই গ্রামে থাকতেন না। তারা বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে ওসি মাসুদ রানা বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। আমরা টিভি ও সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি।’

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
Picsart 24 01 04 17 16 14 429

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় জনতার স্রোত

PicsArt 10 09 06.26.19

দুলাল রায়ের মৃত্যুতে পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোক

162933mithun kalerkantho com

মাথায় বল লাগলে ক্রিকেটারদের যেসব প্রশ্ন করা হয়

PicsArt 01 19 09.40.48

ছিন্নমূল শীতার্তদের মাঝে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ

PicsArt 12 17 06.55.31

ভোক্তা অধিকার আইনে পানোমারা প্লাজার ছয় দোকানকে জরিমানা

PicsArt 01 29 09.57.11

আপ্যায়ণ সম্পাদক পদে জয়ী এড.স্বপন ভূঁইয়া, কৃতজ্ঞতা প্রকাশ

PicsArt 11 22 09.21.25

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

PicsArt 10 16 05.47.57

যুবসমাবেশে সাদেক- সজিবের নেতৃত্বে যুবদলের বিশাল শোডাউন

PicsArt 02 25 09.09.25

চুনকার মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের দোয়া

PicsArt 01 15 04.10.57

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব মেলার উদ্বোধন