নারায়ণগঞ্জের কন্ঠ: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আড়াইহাজার উপজেলা বিএনপি ইউসুফ আলী মেম্বারকে আহ্বায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ এ কমিটির অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ। এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির বাকীরা হলেন যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, মতিউর রহমান মতি, এড. খোরশেদ আলম মোল্লা, হাবিবুর রহমান হাবু, এড. সিদ্দিকুর রহমান, ফৌজিয়া ইয়াসমিন পপি, সফি উদ্দিন শফু, আতাউর মেম্বার, মাসুম শিকারী, আজহারুল ইসলাম লাভলু, সদস্য লুৎফুর রহমান আব্দু, খোরশেদ আলম, মনিরুজ্জামান দিপু, খন্দকার জানে আলম, মঞ্জুর মোল্লা, কাজী নাসির উদ্দিন, হারিছ ভূঁইয়া, সালাউদ্দিন মোল্লা, এড. গিয়াস উদ্দিন, আবুল কালাম, মোহামুদুল্লাহ লিটন, হাবিব আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক মেম্বার,, হাজী মো. রতন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন জাকির হোসেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিন দিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি।আশা করছি কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমরা কমিটি অনুমোদন করেছি সবাইকে সমন্বয় করে। কাউকে বাদ দেওয়া হয়নি। প্রতিটি কমিটিই ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি।