সংবাদ বিজ্ঞপ্তি: আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াকে ঢাকা আশুলিয়া পুলিশ চেকপোস্ট থেকে গ্ৰেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, গনতন্ত্র হরনকারী স্বৈরাচারী সরকার হীন চক্রান্তের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে। ঢাকার মহাসমাবেশকে বানচাল করতেই সরকার নানানভাবে ষড়যন্ত্র করছে এবং বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে। তবে বলতে চাই এই মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করে মহাসমাবেশকে বানচাল করতে পারবে না এই অবৈধ সরকার। অবিলম্বে আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, গনতন্ত্র পুনঃ উদ্ধারের আন্দোলনের অগ্রসৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান অনির্বাচিত সরকারও পারবে না। এই সরকারের সকল হামলা মামলা গ্রেপ্তার উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা মহাসমাবেশে হাজির হবো ইনশাল্লাহ।
নজরুল ইসলাম আজাদ, প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত থেকে ভূমিকা পালন করার আহবান জানান। পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতার বন্ধের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
জানাগেছে, বুধবার ( ২৬ জুলাই ) বিকেল তিনটার দিকে আশুলিয়া দৌড় নামক এলাকার চেকপোস্টে থেকে ইউসুফ ইসলাম ভূঁইয়া ও তার গাড়িচালককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পরবর্তী পুলিশ গাড়িসহ চালককে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই ) সকালে ইউসুফ আলী ভূঁইয়াকে গ্ৰেফতার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে। দুপুরে ইউসুফ আলী ভূঁইয়ার জামিন শুনানির অনুষ্ঠিত হবে।