নারায়ণগঞ্জের কন্ঠ: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশকে সফল করতে বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা শরীফ আহম্মেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক খান , যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিপুল, যুগ্ম আহবায়ক দেওয়ান জাকির হোসেন, তারার পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি আবু মোহাম্মদ মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।