নারায়ণগঞ্জের কন্ঠ: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নির্দেশনায় ১১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীর নিয়ে মহানগর বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে যোগদান করেন।