নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোট ৪৬ জন আবেদন করেছেন। এদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য যথাক্রমে এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মোহসীন মিয়া ব্যতীত আর কেউ আবেদন না করায় এ দুটি পদে সমন্বয় পরিষদের প্রার্থী হচ্ছেন তারা এটি প্রায় নিশ্চিত। বাকী ১৫টি পদের জন্য ৪৪জনের আবেদন বিবেচনা করে সমন্বয় পরিষদের মনোনয়ন বোর্ড আগামী ১১ জানুয়ারী বিকেলে পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন মনোনয়ন বোর্ডের সদস্য সচিব এড. ওয়াজেদ আলী খোকন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী হতে আবেদন করেছেন সিনিয়র সহ সভাপতি পদের জন্য এড. দেলোয়ারা বেগম রিনা, এড. আ: লতিফ ভূইয়া, এড. আলী আহমদ ভূইয়া, এড. আকরামুল হক ও এড. নুরুল হুদা।
সহ সভাপতি পদের জন্য আবেদন করেছেন এড. মাহবুব উল আলম মিল্টন, এড. নুর জাহান বেগম, এড. মো: সালাউদ্দিন, এড. বিদ্যুত কুমার সাহা ও এড. তাজুল ইসলাম।
যুগ্ম সম্পাদক পদে আবেদন করেছেন এড. সোহেল মিয়া, এড. জসিমউদ্দিন, এড. আ: রউফ মোল্লা ও এড. মাহবুব রহমান । কোষাধ্যক্ষ পদের জন্য আবেদন করেছেন এড. আল মামুন ভূইয়া, এড. মোস্তাফিজুর রহমান খোকন, এড. মামুন সিরাজুল মজিদ ও এড. মাসুদ রানা।
আইন ও মানবাধীকার সম্পাদক পদের জন্য আবেদন করেছেন এড. রাজিয়া আমিন কাঞ্চি ও এড. স্বপন ভূইয়া।
আপ্যায়ণ সম্পাদক পদের জন্য আবেদন করেছেন এড. মাহমুদুল হক মোমিন, এড. বাবুল চন্দ্র মোদক, এড. শরিফ হোসেন ও এড. মনিরুজ্জামান কাজল।
লাইব্রেরী সম্পাদক পদে আবেদন করেছেন এড. নজরুল ইসলাম, এড. ফাহমিদা আকতার সিমি ও এড. সুবাস বিশ্বাস। সমাজসেবা সম্পাদক পদের জন্য আবেদন করেছেন এড. মাহবুব হাসান ফারুকী, এড. রোমেল মোল্লা, এড. ইসরাত জাহান ইনা ও এড. রাসেদ ভূইয়া।
ক্রীড়া সম্পাদক পদের জন্য আবেদন করেছেন এড. আসাদুর রহমান বিপ্লব ও এড. সোহেল আজাদ।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদের জন্য আবেদন করেছেন এড. সাজ্জাদুল হক সুমন।
৫টি কার্যকরী সদস্য পদের জন্য আবেদন করেছেন এড. আসাদুল্লাহ সাগর, এড. আনোয়ার হোসেন, এড. এমদাদ হোসেন সোহেল, এড. সোয়েব আহমেদ, এড. মোবারক হোসেন প্রধান, এড. হাসিবুল হাসান, এড. মশিউর রহমান, এড. আজিম ভূইয়া এবং এড. নুসরাত জাহান তানিয়া।