en
সোমবার , ২৯ অক্টোবর ২০১৮ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

আবার আসিবো ফিরে এই সংসদে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
অক্টোবর ২৯, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ
PicsArt 10 14 05.29.00

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনানন্দ দাশের কবিতার পঙ্‌ক্তির উল্লেখ করে তিনি বলেন, ‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। আবার আসিবো ফিরে এই সংসদে।’ সোমবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো তা সমাপ্ত করতে আরও সময় প্রয়োজন। বাংলাদেশের জনগণ সেই সময় ও সুযোগটা দিতে পারে।’ তিনি বলেন, ‘আগামী ইলেকশনে জনগণ ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ দিলে যে লক্ষ্য স্থির করেছি, তা নিশ্চয়ই পূরণ করবো। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উন্নয়নের ছোঁয়া আজ বাংলাদেশে লেগেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আমাদের নৌকা মার্কায় ভোট দেবে। দেশবাসীকে অনুরোধ করবো, আপনারা আমাদের ভোট দিন। আবার সেবা করার সুযোগ দিন। এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অদম্য গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

গণতান্ত্রিক পরিবেশ থাকলে দেশের যে উন্নয়ন হয় তা আজ প্রমাণিত বলে মন্তব্য করে সংসদ নেতা বলেন, ‘জীবনের কোনও চাওয়া-পাওয়া নেই। আমার বেঁচে থাকাটা একটি অ্যাক্সিডেন্ট। গ্রেনেড হামলা বোমাবাজিসহ অনেক কিছূ আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমি জানতাম এমন আঘাত আমার জীবনে আসবে। যেকোনও সময় মৃত্যুকোলে ঢলে পড়তে পারি। তা জেনেও যতক্ষণ এ দেহে প্রাণ আছে, ততক্ষণ  মানুষের জন্য কাজ করে যাবো। আমি দিনরাত কঠোর পরিশ্রম করেছি দেশের মানুষের কল্যাণে। জনগণকে সুন্দর জীবন দিতে। সেই আকাঙ্ক্ষা নিয়ে শ্রম দিয়ে যাচ্ছি। যতক্ষণ আছি, শ্রম দিয়ে যাবো।’

বিরোধী দলের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। অতীতের মতো দশম সংসদে বর্বরতা, অশালীন বাক্য শুনতে হয়নি। সংসদ সম্পর্কে মানুষের যে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল, তা দূর করে সংসদ যে দেশ, জনগণ ও জাতির স্বার্থে কাজ করে, তা মানুষের মধ্যে ফিরে এসেছে।’

সংসদের এই অধিবেশনটি শেষ হতে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনও অঘটন বা দুর্ঘটনা না ঘটে ও যুদ্ধবিগ্রহ না লাগে, তাহলে এটাই চলতি সংসদের শেষ অধিবেশন। মানুষ আমাদের ভোট দিয়েছিল। আমরা তার মর্যাদা রাখতে পেরেছি। আমরা দাবি করতে পারি, দিনবদলের সনদ বাস্তবায়িত হয়েছে।’ তিনি বলেন, ‘মানুষ ভোট দিয়েছিল, তার মর্যাদা রক্ষা করেছি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। যেসব কর্মসূচি নিয়েছি, তা বাস্তবান হলে মানুষের কর্মসংস্থানের অভাব হবে না। বাংলাদেশের জনগণ যদি ভোট দেয়, আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি, তাহলে দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো।’ আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে দুর্নীতিমুক্ত করারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

সর্বশেষ - লিড

আপনার জন্য নির্বাচিত
PicsArt 05 21 08.28.03

সিদ্ধিরগঞ্জে আরও ১২’শ অসহায় পরিবারের মাঝে সাখাওয়াতের ঈদ উপহার সামগ্রী বিতরণ

PicsArt 05 29 12.39.08

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীতে মহানগর যুবদলের শ্রদ্ধা

PicsArt 01 03 02.30.36

বন্দরে শীতার্তদের মাঝে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের শীতবস্ত্র বিতরণ 

125726ban kalerkantho com

টেস্ট সিরিজের জয়-পরাজয়ে যেমন হবে টাইগারদের র‌্যাংকিং

PicsArt 02 21 02.21.01

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সোনারগাঁ উপজেলা ছাত্রদলের শ্রদ্ধা

PicsArt 12 26 10.17.50

সাতগ্ৰাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া সেলিমের এজেন্টের মারধরের অভিযোগ

PicsArt 01 14 09.22.58

ঐক্যবদ্ধ থাকতে আড়াইহাজার থানা বিএনপির নেতা-কর্মীদের আজাদের আহ্বান

PicsArt 04 07 04.13.35

কারাগারে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ

PicsArt 05 03 04.29.16

দেশের সর্বত্র চলছে দুর্নীতি আর দুঃশাসনের মহা প্রতিযোগিতা : মুফতি মাসুম বিল্লাহ

PicsArt 01 07 07.49.04

আগামী ২৮ জানুয়ারি না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন