নারায়ণগঞ্জের কন্ঠ:
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারারুদ্ধ । অচিরেই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো । সেই আন্দোলনের জন্য সবাই প্রস্তুত থাকুন ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন ।
রবিবার ( ৩ জুন ) বিকেলে কিল্লারপুল বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক ভাবে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন । দোয়া করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য । তিনি দূর প্রবাসে থেকেও দল ও দেশের মানুষের স্বার্থে নেতৃত্বে দিয়ে যাচ্ছেন । ইনশাল্লাহ অচিরেই তারেক রহমান দেশে ফিরে আসবে ।
মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, সদস্য সাদেকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন শিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ যোগাযোগ সম্পাদক এরশাদ আলী, সদস্য সাইফুল ইসলাম আপন, মহানগর যুবদলের সহ সভাপতি হারুন অর রশিদ লিটন, যুগ্ম সম্পাদক এম এ এম সাগর, যুগ্ম সম্পাদক নুরে এলাহী সোহাগ, , বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহদুল্লাহ মুকুল প্রমুখ ।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য ও মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।