ইডেন টেস্টে খেলতে পারছেন না তরুণ সম্ভাবনাময়ী ওপেনার সাইফ হাসান। কারণ আঙ্গুলের ছোটের জন্য। অথচ এতদিন এই টেস্টে ইমরুল কায়েস না সাইফ হাসানের বিকল্প তাকেই ভাবা হচ্ছিল।
এ ব্যাপারে বিপিএলের লোগো উন্মোচনের দিনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ক্যাচ ধরতে গিয়ে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আঙ্গুলে ব্যাথা পেয়েছে সাইফ। আঙ্গুলের কোনায় একটি সেলাইও দিতে হয়েছে।
সেই এক সেলাইয়ের ক্ষত যে তাকে ম্যাচ থেকে ছিটকে দিবে তা হয়তো কল্পনাও করেননি তিনি। আজ বুধবার বাংলাদেশ জাতীয় দলের মিডিয়া ম্যানেজার কথায় সেটাই সত্য হলো।
মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সাইফকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
চিকিৎসকরাও মনে করছেন, সাইফের ভালোর জন্যই তার বিশ্রাম দরকার। এ কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।