নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুতুবপুর ই্উনিয়নের মধ্য রসুলপুরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাদ আসর মধ্য রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বি এম কামরুজ্জামান আবুল, ফতুল্লা থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক চাঁন।
আরও উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মুজাফ্ফর সিং, মো ইবরাহিম, মোঃ বাবুল মিয়া, মোঃ লাল মিয়া, মোঃ লিটন মিয়া জামাল উদ্দিন বাচ্চু ও মাওলানা আব্দুর রউফ, ফতুল্লা থানা যুব লীগের কার্যকরী সদস্য খন্দকার নূরুল ইসলাম ও আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই গণতন্ত্রের মানস কন্যা হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। নারায়ণগঞ্জ ৪ আসনে শামীম ওসমানকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বাংলাদেশ আওয়ামীলীগের নীতি নির্ধারকদের।
নাজিম উদ্দিন তার বক্তব্যে, আগামী ৩০ শে ডিসেম্বর নির্বাচনে নারায়ণগঞ্জ তথা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের উন্নয়নের রূপকার শামীম ওসমানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মধ্য রসুলপুরে যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা উঠান বৈঠক করছি এই প্রাইমারী স্কুলের মাঠটিও পানির নীচে তলিয়ে থাকত। শামীম ওসমানের অক্লান্ত প্রচেষ্টায় আজকে এই স্কুল মাঠটি জলাবদ্ধতামুক্ত হয়েছে। হয়েছে স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তাই উন্নয়নের পক্ষ নিন, উন্নয়নের চাকা সচল রাখুন এবং সংসদ শামীম ওসমানকে বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।