নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছে বিভিন্ন রাজনৈতিক স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার ( ২৮ নভেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রাব্বী মিয়ার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন এমপি প্রার্থীরা ।
মনোনয়নপত্র জমা দিলেন যারা : নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসন থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, জাকের পার্টির মাহফুজুর রহমান।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিবিপি) হাফিজুল ইসলাম, বিএনপি’র সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র থেকে এ এন আবু হানিফ হৃদয়, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, বিএনএফ থেকে শাহবুদ্দিন ভূইয়া, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামীলীগের সাবেক সাংসদ একেএম শামীম ওসমান, স্বতন্ত্র থেকে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, বিএনপি’র সাবেক সাংসদ গিয়াসউদ্দিন পুত্র গোলাম মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে সেলিম মাহমুদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিবিপি) ইকবাল হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মো: শাহআলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে শফিকুল ইসলাম দেলোয়ার, বিপ্লবী ওয়ার্কাস পার্টি থেকে কমরেড মাহমুদ হোসেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে এসএম আকরাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, কমিউনিষ্ট পার্টি বাংলাদেশ (সিবিপি) থেকে এড.মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি এড.আবুল কালাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আল্লামা বাহদুর শাহ মোজাদ্দেদী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ, জাকের পার্টির মোর্শেদ হাসান জামাল ও কল্যান পার্টির মেজর আফতাব।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।