en
রবিবার , ২২ মার্চ ২০২০ | ৪ঠা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

করোনাভাইরাস প্রতিরোধে এড. স্বপন ভূঁইয়ার সতর্ক বার্তা

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মার্চ ২২, ২০২০ ৪:২০ অপরাহ্ণ
PicsArt 03 22 02.00.29

নারায়ণগঞ্জের কন্ঠ :

মরনঘাতী  করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে সচেতনতামূলক সতর্ক বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া ।

রোববার ( ২২ মার্চ ) এক বিবৃতিতে সতর্ক বার্তার মাধ্যমে এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হতে হবে । আমাদের সতর্কতাই পারে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে । তাই আমাদেরও এখনই সর্তক হওয়া জরুরী।

তাই নিন্মোক্ত নিয়মাবলী পালনের জন্য সাধারণ মানুষের প্রতি সবিনয় অনুরোধ রইলো।

১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। ২. গণপরিবহণ এড়িয়ে চলার চেষ্টা করুন। ৩. প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন। ৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভঅলো করে ধুয়ে নিন। ৬.ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন।

৭. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। ৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন। ৯. সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যাবহার করুন। ১০. অপ্রয়োজনে ঘরের দরজা, জানালা খোলা রাখা থেকে বিরত থাকুন।

সর্বশেষ - লিড