en
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২রা মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আর্ন্তজাতিক
  6. এক্সক্লুসিভ
  7. খেলাধুলা
  8. ছবিঘর
  9. জন দুর্ভোগ
  10. জাতীয়
  11. টপ লিড
  12. বিনোদন
  13. মহানগর
  14. রাজনীতি
  15. লিড

করোনাভাইরাস: সরকারি ছুটি বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত

প্রতিবেদক
নারায়ণগঞ্জের কন্ঠ
মার্চ ৩১, ২০২০ ১:৫৫ অপরাহ্ণ
PicsArt 03 31 07.35.54

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাধারণ ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। এর আগে সরকার একই কারণে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও এবার তা ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর বক্তব্যে সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যেই পরিষ্কার করেছেন। আপাতত ৯ এপ্রিল পর্যন্তই ছুটি থাকছে। তবে ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার এই দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলেও জানান তিনি।

( সূত্র বাংলা ট্রিবিউন )

সর্বশেষ - লিড