নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর) আসনে মহানগর বিএনপি’র কারাবন্দি সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৩ নভেম্বর) নেতাকর্মীরা ঢাকার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে নাশকতার মামলায় কারাগারে থাকা এড. সাখাওয়াত হোসেন খানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সেই সাথে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিএনপি’র চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন তারা।
এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকা গিয়ে ফকিরাপুলে জড়ো হয় এবং বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ-৫ আসনের পক্ষে বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় নেতাকর্মীরা ‘আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দেবো না’ এবং ‘সাভাওয়াত ভাইয়ের মুক্তি চাই’ শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে ঢাকার রাজপথ।
এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন খান, মনির হোসেন খান, হাজী ইসমাইল হোসেন, এড. এইচএম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, যুবদল নেতা স্বপন চৌধুরী, আমিনুল শাহ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সহ সভাপতি লিংকন খান, মৎসজীবী দল নেতা দেলোয়ার শাহ, ইকবাল, কাঞ্চন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, বন্দর থানা ছাত্রদল নেতা জাহিদ হাসান পাপ্পু, আল আমিন, বন্দর থানা তারেক জিয়া পরিষদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নবু হোসেনসহ নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সন্ধ্যায় শহরের চাষাঢ়া থেকে ডিবি পুলিশের হাতে আটক হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান এবং এরপর থেকে তিনি নাশকতার মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দি আছেন।