নারায়ণগঞ্জের কন্ঠ : কারাবন্দি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাঁধা দিয়েছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মহানগর যুবদলের উদ্যোগে খানপুর হাসপাতাল রোডের শেষ মাথা থেকে একটি বিক্ষোভ মিছিল চাষাঢ়ার দিকে যেতে চাইলে হাসপাতালের মেইন গেটের সামনেই পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে দাড়িয়েই তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন। সমাবেশ শেষ হওয়ার পূর্বেই পুলিশ যুবদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ব্যানার কেড়ে নেয়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি কামনার পাশাপাশি যুবদল কেন্দ্রয়ী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরুসহ সকল যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবি করেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ: সবুুর সেন্টু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইসুফ খান টিপু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসিলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুুসা, নূরে এলাহী সোহাগ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, নুরুজ্জামান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, পারভেজ খান, যোগাযোগ সম্পাদক নবী হোসেন নবু, সহ- সাংস্কৃতিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, সদস্য মোতালেব হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহজাহান কালু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওসমান গনি, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্ত, শাহিন খান, কামরুল হাসান রনি ,তারেক সুবহান বাবু, জহিরুল ইসলাম হারুন, সদস্য সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হৃদয়। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল এবাং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।