প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম অত্যন্ত অশ্রাব্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে জিয়া পরিবারকে নিয়ে তার এ ধরণের অরাজনৈতিক ও অশীলান কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির এ নেতা।
বুধবার ( ২৪ মে ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের এক সভায় বক্তব্য প্রদানের সময় জাহাঙ্গীর আলম অত্যন্ত অশ্রাব্য ও কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেছেন এবং জিয়া পরিবার নিয়ে অশ্রাব্য অশ্লীল ভাষায় বাজে মন্তব্য করেছেন। জাহাঙ্গীর আলমের প্রকাশ্যে যে ভাষায় একজন সাবেক প্রধানমন্ত্রীকে গালাগাল দিয়েছে তা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার এবং হীন আচরণেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমরা মনে করি।
আমি জেলা আওয়ামী লীগের সভায় জাহাঙ্গীর আলমের মাধ্যমে প্রদান করা এই কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরণের বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা জনগণ এর কঠোর জবাব দিবে।