নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়া সংস্কারপন্থী নেতা আতাউর রহমান আঙ্গুর নির্বাচনী গনসংযোগে গিয়ে স্থানীয় কর্মীদের রোষাণলে পরেছেন এবং গনসংযোগ না করেই ফিরে গেছেন।
শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে আড়াইহাজারের সাত গ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।
সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের কর্মী রানা, কাজল, সুমন জানায়, শুক্রবার বিকেলে বিএনপি’র সাবেক এমপি সংস্কারপন্থী নেতা আতাউর রহমান আঙ্গুর টেকপাড়া গ্রামে গনসংযোগ করতে গেলে স্থানীয় নেতাকর্মীরা তাকে এমপি বাবুর দালাল ও সংস্কারপন্থী নেতা বলে শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে তার উপর জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠলে । পরিস্থিতির বেগতিক দেখে সংস্কারপন্থী আঙ্গুর দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ।
কর্মীরা আরো জানায়, বিএনপির সাবেক এমপি সংস্কারপন্থী আঙ্গুর ২০০৮ সাল থেকে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের কোন খোঁজ খবর রাখেননি । সে ক্ষমতার লোভে ১/১১ সময়ে বিএনপি ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সংস্কারপন্থীদের দলে যোগ দিয়েছিলেন। বিগত দশ বছর সে এলাকায় আসেনি এবং হামলা মামলায় বিপর্যস্ত নেতাকর্মীদের পাশে দাড়াননি। এমনকি বিএনপির দুর্দিনে কোন মিটিং মিছিলেও অংশ নেননি। আঙ্গুর হলো সুবিধাবাদী নেতা। গত দশ বছর সে সরকারী দলের এমপি নজরুল ইসলাম বাবুর সাথে আঁতাত করে আপোষের রাজনীতি করেছে। ফলে সে বিএনপিতে লুকিয়ে থাকা আওয়ামীলীগের দালাল। সে আবারও বিএনপির মনোনয়ন লাভের আশায় এলাকায় এসে নেতাকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা তাকে কোন ভাবেই মেনে নিতে পারেনি । তার মতো সংস্কারপন্থী ও আওয়ামীলীগের দালাল যাতে করে বিএনপির মনোনয়ন না দেওয়া জন্য আমরা বিএনপির নীতিনির্ধারকদের কাছে জোর দাবি জানাচ্ছি ।
প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার )আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর ও আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন ।