স্বাগতিক ভারতের বিপক্ষে নিজ দলের গোলাপি বলে প্রথম দিবা-রাত্রির টেস্ট নিয়ে চতুর্দিকের এমন চরম উদ্দীপনার সঙ্গে অভ্যস্থ নন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। যে কারণে মাঠের বাইর কি ঘটছে সে দিকে না তাকিয়ে নিজেদের খেলার বিষয়েই মনোযোগী হতে চান টাইগার দলপতি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, আমি মনে করি না এসব উচ্ছ্বাস আমাদের আক্রান্ত করবে। কারণ পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি এসব বিষয়ে দিকে মনোযোগী হতে পারেন না। আপনাকে নিজের কাজেই বেশী মনোযোগ দিতে হবে। আমার কথা হচ্ছে মাঠের বাইরের পরিবেশকে আনন্দদায়ক করার জন্য যা কিছু করার তা করবে আয়োজকরাই। আর আমার মনোযোগ দিতে হবে নিজের ক্রিকেটের প্রতি। সুতরাং পেশাদার ক্রিকেটার হিসেবে আমি মনে করিনা বাহ্যিক বিষয়গুলো আমাদের ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে দিতে পারবে।
মুমিনুল বলেন, তারা প্রথমবারের মতো দিবা-রাত্রির ক্রিকেট খেলতে যাচ্ছে। সেটি নিয়ে কিছুটা রোমাঞ্চ থাকবে। তবে সেটি দিয়ে খেলাটিকে বাঁধাগ্রস্ত করা যাবে না।
টাইগার দলপতি বলেন, দিন শেষে আপনাকে ক্রিকেটটাই খেলতে হবে। সেখানে বল বা অন্য কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই।
তবে হ্যাঁ গোলাপি বলের সঙ্গে আমরা কিভাবে খাপ খাওয়াব, সেটি নিয়ে কিছুটা উত্তেজনা কাজ করতেই পারে।