নারায়ণগঞ্জের কন্ঠ:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতাকর্মীরা। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ৩ টায় চাষাঢ়া বালুরমাঠ সংলগ্ন ভাষা সৈনিক রোডে তারা এ বিক্ষোভ সামাবেশ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মাহানগর বিএনপির সভাপতি এডভোকেট আবুল কালাম বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে যারা যারা বিভিন্ন ভাবে বক্তব্য প্রদান করছে; এই বক্তব্য সারা দেশবাসীর।
হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধি করে, সরকারের এমন কু-সিদ্ধান্ত সকল শ্রেনীর লোকজনই প্রত্যাহার করেছে। আমাদের প্রতিটা ঘরেই গ্যাসের প্রয়োজন হয় সেই জায়গাতে ২ চুলার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ১৭৫ টাকা।
এটা একটি অসামাজিক এবং অমানবিক কাজ। বিভিন্ন পত্র পত্রিকার পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যাবে, যারা কাজ করে তাঁদের প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা বেতন পায়, এরমধ্যে ৮ হাজার টাকা যদি তাকে বাড়ি ভাড়া দিতে হয় পরবর্তিতে তাকে বাকি ১০ হাজার টাকা দিয়ে পরিবারের খরচ চালানোটা কষ্টের মধ্যে ফেলে দেয়।
আর এর মধ্যে আবার গ্যাসের মূল্য বৃদ্ধি আরো সাধারণ মানুষের কষ্টের কারন হয়ে দাড়াবে। এর প্রভাব সমাজের প্রতিটা মানুষের মধ্যেই পড়বে। এটা জনসাধারণের বিরুদ্ধে শত্রুতা।
মহানগর বিএনপির সভাপতি এড.আবুল কালামের সভাপতিত্বে এবং মহানগন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু ইফসুফ খান টিপুল সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মহানগন বিএনপির সর সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহানগর সেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহব্বায়ক মনির মল্লিক প্রমুখ।