ডেস্ক রিপোর্ট:
চতুর্থবারের মতো ও টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে নিয়োগের বিষয়টি অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তাকে সংসদ নেতা হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। ১৯৯৬ সালে সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন তিনি।
এরপর ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকরাসহ এক হাজারের মতো অতিথি অংশ নেন।