নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাজাদা আলম রতনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহজাদা আলম রতন বলেন, ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলার জমিনে তাদের কঠোর বিচার আমরাই করব। জাতীয়তাবাদী ছাত্রদল হামলা-মামলায় শঙ্কিত নয় বরং ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসীদের রাজপথেই মোকাবিলা করবে। অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্রদল এক বিন্দু ছাড় দেবে না।
তিনি আরও বলেন, মিথ্যা মামলা-হামলা, গ্রেপ্তার করে ছাত্রদলকে তাদের নৈতিক আন্দোলন থেকে দমিয়ে রাখতে পারবে না। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা অতীতের ন্যায় ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনশাআল্লাহ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা
রনি, বিদ্যুৎ, সুজন, মামুন, খোরশেদ, নাজমুল ,তারেক, শামিম, আবির, সাদ্দাম, আলভী, শিশির, রাসেল প্রমুখ।