নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘন্টা সেবা প্রদান করবে সদর মডেল থানার পুলিশ । রমজান উপলক্ষে জনসাধারণের কেনাকাটা ও ব্যবসায়ীদের ব্যাংকের টাকা পয়সা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যাংক ও মার্কেট গুলোতে পুলিশ পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে । তাই আপনাদের যেকোনো সমস্যা হলোই সরাসরি পুলিশকে জানাবেন । আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো । আর আমাদের মোবাইল ফোর্স হোন্ডা সার্ভিস তো আছেই । জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সেবা প্রদান করতে সব সময়ই প্রস্তুত সদর পুলিশ ।
শনিবার ( ১৮ মে ) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সকল ব্যাংক কর্মকর্তা , দোকান সমিতি ও স্বর্ণ মার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি বলেন, রমজান উপলক্ষে ব্যবসায়ীদের ব্যাংকে টাকা পয়সা লেনদেন বেড়েছে । ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । আর ব্যাংকের সিকিউরিটি গার্ডেরও সজাগ থাকতে হবে । ব্যাংকে টাকা পয়সা লেনদেন করতে আসা লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে । যাতে কেউ ব্যাংকে এসে কোন দালাল চক্রের সম্মুখীন হতে না হয় । আর কারোও গতিবিধি সন্দেহ হলে সাথে সাথে পুলিশকে জানাবেন । রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে ।
তিনি আরোও বলেন, রমজানে মাস ও ঈদ আসলে প্রতারক চক্র , ছিনতাইকারী মাথা চাড়া দিয়ে ওঠে । আমরা ইতিমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টি, ছিনতাইকারী ও প্রতারক চক্রের বহু সদস্যদের আটক করেছি । এখনো অনেক ছিনতাইকারী ও প্রতারক চক্ররা ধরা ছোঁয়ার বাইরে । আমাদের এই অভিযান অব্যাহত আছে । তাই আপনারা আমাদের কে সহযোগিতা করবেন । আর আপনাদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সদর মডেল থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী, ও মার্কেট দোকান মালিক ব্যবসায়ী এবং ব্যাংক কর্মকর্তাবৃন্দরা ।