নারায়ণগঞ্জের কন্ঠ:
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল শোডাউনের মধ্যদিয়ে সমাবেশে যোগদান করেন ।
সোমবার ( ৬ নভেম্বর ) জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশকে সফল করার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথ কাঁপিয়েছেন জেলা ছাত্রদল ।
সোমবার ( ৬ নভেম্বর ) সকাল থেকেই বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা শিল্পকলা একাডেমীর সামনে এসে জড়ো হয় । পরে দুপুর একটার দিকে ফেস্টুন ব্যানারে সু সজ্জিত হয়ে হাজার হাজার নেতা-কর্মীদের বিশাল শোডাউনের মধ্যদিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগদান করেন । নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ । এ সময় নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই । জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিসহ সকলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে ।
উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, মেহেদী হাসান , রাকিব হাসান রাজ ,সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া প্রমুখ ।