নারায়ণগঞ্জের কন্ঠ:
স্বাস্থ্য সেবা অধিকার , শেখ হাসিনার অঙ্গীকার এ শ্লোগানে ( ১৬ – ২০ এপ্রিল ) ৫ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের শুভ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার ( ১৬ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে এযোগে ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে এই জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি ) সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহাম্মদ মাসুম বিল্লাহ, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবু জাহের, গাইনি বিভাগের প্রধান ডা.জাহাঙ্গীর আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বশির উদ্দিন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
পরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালিটি আদালত চত্বর ঘুরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় ।